শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর গর্ববোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনিদের খুন করে তিনি গর্বিত।

গত শনিবার (২৭ নভেম্বর)  এক বৈঠকে সাবেক  প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন হার্জলিয়াতে এ মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা সাফার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে,  ফিলিস্তিনি ও আরবদের সন্ত্রাসী ও শত্রু সেনা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সরকার ও সেনাবাহিনীর চেয়ে বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে সে।

প্রসঙ্গত, সাফা বার্তা সংস্থা জানায়, এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ফিলিস্তিনি ও আরবদের হত্যায় গর্ববোধ করার দাবি করেছিলেন।

উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বারাক ও ইয়ালু ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় তিনটি বড় ধরনের অভিযান চালিয়েছেন। এসব অভিযানে ৪ হাজার ফিলিস্তিনি নিহত ও ২০ হাজারের বেশি আহত হয়েছেন।

ইয়ালুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করারও আহ্বান জানিয়েছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ