সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

তাবলীগের আলেম উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দাওয়াত ও তাবলীগের মারকাজ ঢাকার কাকরাইলের অভ্যন্তরিন সমস্যা নিরসনে গঠিত পাঁচ আলেম উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিজেদের কর্মপদ্ধতি ও গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করেন আলেমগণ।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া দারুল উলুম মাদানিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবার্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, যাত্রাবাড়ী জামিয়া দারুল উলুমের প্রিন্সপাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস।

কমিটির অপর সদস্য মারজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক মুম্বাইয়ের ফিকহি সেমিনারে অংশগ্রহণ করায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকে কাকরাইলের শূরার সদস্যদের মাঝে দূরত্ব নিরসন, সম্পৃতি বৃদ্ধি এবং ভারতের নিজামুদ্দীন মারকাজের মাওলানা সাদসহ তাবলীগের শীর্ষ আলেমদের ইজতেমায় আগমণের ব্যাপারে দাওয়াত প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত সূত্র।

বৈঠক সূত্র আরও জানিয়েছেন, আগামী ইজতেমা সুষ্ঠু সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আলেমদের উল্লেখযোগ্য ভূমিকা ও পরামর্শ এবং কাকরাইলের শূরার সদস্যদের সঙ্গে আলেম উপদেষ্টা পরিষদের যোগাযোগ বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।

কাজ ও কাজের সমন্বয়নের স্বার্থে যোগাযোগের দায়িত্ব প্রদান করা হয়েছে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানকে।

কাকরাইল মারকাজের শূরার সদস্য ও আলেমদের তাবলীগ জামাতের জোড় পরবর্তী আনুষ্ঠানিক আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।

তবে পরস্পরের যোগাযোগ ও আলাপচারিতা অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাকরাইলের শূরা ও আলেম উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছে আওয়ার ইসলাম।

এদিকে দিল্লির মারকাজেরমুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর ইজতেমায় অংশ গ্রহণ নিয়ে বারবার আলোচনা উঠে এলেও বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গঠিত ৪ সদস্যের প্রতিনিধি দলের রিপোর্টের ওপর।

জানা গেছে, শিগগির চার সদস্যের এ টিম দিল্লির নিজামুদ্দীন মারকাজসহ দারুল উলুম দেওবন্দ ঘুরে এসে প্রতিবেদন পেশ করবেন। তবে তারা কখন যাচ্ছেন সেই দিন তারিখ এখনো ঠিক হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে গঠিত চার সদস্যের টিমে রয়েছেন, কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও ওয়াসিফুল ইসলাম, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

তাবলীগের সঙ্কট নিরসনে নিজামুদ্দীনের উদ্যোগ (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ