শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের

রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সই হওয়ার পরদিনই এ দাবি করলো সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ড শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া সম্মতিপত্রে কী আছে- তা এখনও আমরা দেখিনি। শরণার্থীদের অবশ্যই ফিরে যাওয়া অধিকার আছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের ফেরার বিষয়টি স্বেচ্ছায় এবং নিরাপদ হওয়া জরুরি বলে বিষয়টিতে জোর দেন তিনি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ফেরার বিষয়টি সমাধান হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের মধ্যে রোহঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

তবে ওই সম্মতিপত্রে কী আছে, তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। এরইমধ্যে জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ