শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

ফেমিসাস বাংলাদেশের শুরা ও কার্যনির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহিত্য বিপ্লবে তারুণ্যের অবিসংবাদ ফেদায়ে মিল্লাত সাহিত্য সংসদ বাংলাদেশ (ফেমিসাস) ২০১৭-১৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহমদ কবির খলিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস মশহুদ।

২২ নভেম্বর, বুধবার জামেয়া রেঙ্গা সিলেট-এ সংসদের ৭ম কাউন্সিল ও সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট শুরা কমিটি ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুরা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, সদস্যসচিব মুফতি শরীফ আহমদ সুলতান, সদস্য মাওলানা মনজুর আহমদ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা আব্দুল হামিদ সাকিব, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আহমদ যাকারিয়া, প্রমুখ।

২০১৭-১৮ শেসনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আহমদ কবির খলিল, সহসভাপতি শরীফ আহমদ সুলতান, ইবাদ বিন সিদ্দিক, শামছুল হক, সহসাধারণ সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ উমর।

সাধারণ সম্পাদক ইলিয়াস মশহুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ফেদাউল হক, জাকারিয়া সদর। সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলী আকবর, শরিফ আহমদ।

সাহিত্য সম্পাদক মুতীউল মুরসালিন, সহসাহিত্য সম্পাদক ইউসুফ হামিদী, মিনহাজুর রহমান ওলী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মিযানুর রহমান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আকিল বুরহান, জুবাইদ আহমদ।

অর্থ সম্পাদক হুসাইন আহমদ রিপন, সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান রেজা। অফিস ও পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ জামী, সহ-অফিস ও পাঠাগার সম্পাদক মুহিবুর রহমান।

অান্তার্জাতিক বিষয়ক সম্পাদক মোল্লা মিসবাহুর রহমান। সদস্য মাসনুন আহমদ, আল আমিন, তারেক আহমদ, আব্দুস সহিদ, মোস্তফা কামাল, মাসরুর আহমদ।

উল্লেখ্য, ফেদায়ে মিল্লাত সাহিত্য সংসদ বাংলাদেশ ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। শুরু থেকেই দক্ষ সাহিত্যকর্মী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিয়মিত সাহিত্য আসর, সাহিত্য কর্মশালা, ‘মুক্তকলম’ নামে একটি পত্রিকা প্রকাশসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ