শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

একজন অগ্রজের চোখে ‘আলী হাসান তৈয়ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আবদুল্লাহ
লেখক, সম্পাদক ও মুহাদ্দিস

আলী হাসান তৈয়ব। নামের অর্থেই লুকিয়ে আছে প্রজ্ঞা, বুদ্ধিদীপ্তির আলো৷ আলো তো লুকিয়ে থাকে না, প্রতিভাত হয়৷ হয় প্রতিবিম্ব, বিচ্ছুরণ৷ আলোকসম্পাত৷

প্রতিভাবান আলেমের নাম আলী হাসান তৈয়ব৷ নামের আগে তেমন লকব ব্যবহার করেন না তিনি; তবে অনেক লকব তাঁর৷ আলেম, লেখক, খতিব, টিভি আলোচক, মাহফিলের সুবক্তা৷

তিনি লেখালেখির ভুবনে সরব বিচরণ করেন সেই ১৯৯৭ সাল থেকে৷ লেখেন সাহিত্যধর্মী লেখা৷ লেখেন মুসলিম উম্মাহর সংকট, সম্ভাবনা৷ ক্যানভাসে ছবি আঁকেন ইতিহাস ঐতিহ্যের৷ আঁকেন সমাজচিত্র৷

সামহোয়ারইন, প্রথম আলো ব্লগে একসময় সরব ছিলেন ব্লগিং-এ৷ বিপরীতে তিনি ধর্মীয় বিষয়ে গবেষণালব্দ লেখা লেখেন দৈনিক সমকাল, দৈনিক কালেরকন্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক ইনকিলাবসহ জাতীয় দৈনিকের ধর্ম পাতায়৷

তিনি বর্তামানে দৈনিক আলোকিত বাংলাদেশের সাব এডিটর৷ সরাসরি আরবি থেকে অনুবাদ করেন হাদিস, তাফসির ও ইসলামি নানা বিষয়ের৷ আরবি পত্রপত্রিকা থেকে অনুবাদ করেন প্রবন্ধ নিবন্ধ ফিচার৷

বিগত চার বছর থেকে পবিত্র মসজিদে হারামের জুমার খুতবা অনুবাদ করেন সরাসরি আরবি থেকে যা দৈনিক আলোকিত বাংলাদেশে নিয়মিত প্রকাশ হয়৷ আরবি থেকে অনূদিত প্রকাশিত বই রমজানের ত্রিশ আসর, বিভ্রান্তি ও ইসলামসহ আরও কিছু বই৷

তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী৷ সাবলীল ভাষায় অনুবাদ করেন উর্দু থেকেও৷ উর্দু থেকে অনূদিত প্রকাশিত বই মৃত্যু আসছে আপনি কি প্রস্তুত, জিকরে মাহমুদ, জীবন যেভাবে দামি হয়সহ আরও কিছু মূল্যবান বই৷

তিনি শুধু অনুবাদক নন, তার আছে মৌলিক রচনাও। গুগলে আলী হাসান তৈয়ব সার্চ করলে অসংখ্য লেখার লিংক উঠে আসে৷ ২০০১ সাল থেকে পৃথিবীতে সবচে বড় সাইট ইসলামহাউজ ডটকম- এ লেখক ও গবেষক পদে কর্মরত৷

আলী হাসান তৈয়ব লেখালেখিতে সম্পাদনার কাজেও দক্ষ৷ নির্বাহী সম্পাদক ছিলেন মাসিক নয়া প্রভাতের, বিভাগীয় সম্পাদক ছিলেন মাসিক আর ইরশাদ ও পাক্ষিক মুক্ত আওয়াজে৷

তিনি কেন লিখেন? কী লিখেন? তিনি ইসলাম প্রচারে যা প্রয়োজন তাই লেখেন৷ মুসলিম উম্মাহর কথা লেখেন৷ লেখেন জীবন ও জগৎ নিয়ে৷ সাহিত্যে তো জীবনের গদ্য, জীবনের ছন্দ৷ তিনি সেই ছন্দ ও গদ্যে ছান্দসিক৷ গদ্যশিল্পী৷ ভাষাশৈলিতে জীবনশৈলির ছবি আঁকেন৷ লেখার নিজস্ব ভঙ্গিমা ও আঙ্গিত রয়েছে আলী হাসান তৈয়বের গদ্যে৷

ইলেক্ট্রনিক মিডিয়াতেও সবর তরুণ এ আলেম আলোচক৷ বিশুদ্ধ ভাবনায় শুদ্ধভাষায় তুলো ধরেন নানাপ্রসঙ্গ৷ ২০১৭ সালে সাহিত্য ও মিডিয়ায় অবদানের জন্য এশিয়ান রেডিও ঐশীস্বর সম্মাননা লাভ করেন৷ ২০০৫ সালে মাসিক রাহমানী পয়গাম সেরা নবীন লেখক সম্মাননা ক্রেস্ট পান৷ এই পুরস্কার গ্রহণ করেন বিপ্লবী আলেম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর হাত থেকে৷

তিনি পাঠকের ভালোবাসা পান অবিরত, মুগ্ধকর ভালোবাসা৷ কাবার পথের পথিক নবীপ্রেমী আলী হাসান আল্লাহর ঘর কাবা জিয়ারত করেছেন৷ চলছেন রাহগির হয়ে মদিনার পথে পথে৷ তাঁর লেখায় মদিনার প্রতি বিশেষ টান৷

তিনি এক সময় ছড়া লিখতেন৷ গান গান দরাজকণ্ঠে আমি যদি আরব হতাম মদীনারই পথ… ৷ তিনি মাদরাসার মুহতামিম৷ মসজিদের খতীব৷ ওয়াজ মাহফিলে সুবক্তাও৷

তাকমিল ২০০৫ সালে৷ আরবি সাহিত্য মারকাজুল ইসলামীতে৷ আরবি ভাষা ও সাহিত্যের দিকপাল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারীর খাস শাগেরদ৷ মাদরাসা দারুর রাশাদ থেকে সাহিত্য ও সাংবাদিকতার পাঠগ্রহণ৷

১৯৮৩ সালে তৈয়ব আলী ও আলেয়া বেগমের ঘর আলোকিত করে এই আলোঝলমল পৃথিবীতে চোখ মেলেন ‘আলোর ভুবন ফুলেল জীবনের’ লেখক আলী হাসান৷

অনেকে তাকে তৈয়ব ভাই ডাকলেও তাঁর বাবার নাম তৈয়ব৷ তিনি ইবনে তৈয়ব, আলী হাসান তৈয়ব৷ বগুড়ার মালতি নগরে নিবাস হলেও দুই কন্যার নানার বাড়ি ময়মনসিংহে৷ শিল্প ও সাহিত্যের শহরে তার প্রিয়তামার নিবাস৷ এইসূত্রে তিনি লৌহিত্যের তীরে নদীর কাছে বার বার আসেন৷ জীবন তো বহতা নদীর মতোই৷ এই নদীতে ভাসমান ভালোবাসার সম্পান৷

আলী হাসান তৈয়বের প্রতি আমাদের ফুলেল ভালোবাসা৷

তিনি মুলত দাঈ৷ লেখেন দাওয়াহ চেতনা থেকে৷ উম্মাহর বৃহত্তর কল্যাণে তিনি উদারমানসিকতা লালন করেন৷ এই উদারতা শরিয়াহর সীমানায়৷ চেতনার চার দেয়ালের ভেতর এবং বাইরেও৷ এই উদারতা ইসলামের৷

আলোর ভুবন ফুলেল জীবন বইটি কিশোর তরুণদের জন্য লেখা৷ গল্পময়৷ হাদীসের আলোয় জীবনের ফুল ফোটানোর অভিপ্রায়ে লেখা৷ নির্মেদ গদ্যে কিশোরউপযোগী ভাষায় লেখা৷ এটি নির্মাণধর্মী সাহিত্যের প্রয়াস৷ অবক্ষয়ের এই সময়ে একজন অভিভাবক নিজের নয়নমনিদের হাতে তুলে দিতে পারেন আলোর ভুবন ফুলেল জীবন৷

এই জাতীয় বই জীবনকে আলোকময় করে, জীবন হয়ে ওঠে রজনীগন্ধা, বেলি, গোলাপ৷ বারোটি অধ্যায়ে নবীজীর অমর বানী হাদীসের আলোকসম্পাত করা হয়েছে এই রচনায়৷

আলোকময় জীবনগঠনে বইটি আলো দেবে৷ জীবন হবে ফুলেল, স্নিগ্ধ, সুগ্ধা৷ অভিজাত প্রকাশনী মাকতাবাতুল আযহার বইটি আলোর মুখ দেখিয়েছে৷ হাজির করেছে পাঠকের দুয়ারে৷ প্রথম মুদ্রণ শেষ হওয়ায় দ্বিতীয় মুদ্রণের কাজ শেষে আবার পাঠকের দরবারে আলোর ভুবন ফুলেল জীবন বইটি৷

পাঠকের জীবন হোক ফুলেল, আলোকময়৷ লেখক আলী হাসান তৈয়বের জীবন হোক হায়াতে তাইয়িবার প্রতীক৷

উম্মাহর কল্যাণে তার কলম হোক শাণিত৷

বাংলাদেশের বিপদে সর্বোচ্চ দানকারী যে ব্যক্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ