রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ ড. সরোয়ার ও মাহতাবকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম

বরিশাল বাস স্ট্যান্ড থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯শ’ খাতা উধাও, উদ্ধার হয় নি ৩ দিনেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বরিশাল শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৯শ’ সাদা খাতা (উওরপত্র) উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

গত শনিবার দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স-২০১৬ এর সাড়ে ৯শ’ সাদা-উত্তরপত্র খোয়া যায়।

ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও খাতা উদ্ধার বা কোনো দুষ্কৃতকারীকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্র সূত্রে জানা গেছে মাদারীপুরের ডাসার উপজেলার ডি. কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্রের জন্য শনিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্র থেকে সাদা-উত্তরপত্র নিয়ে মাদারীপুর যাওয়ার জন্য ওই কলেজের প্রভাষক মহিউদ্দিন তালুকদার ভাড়া অটোরিকশায় করে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে আসেন।

নতুল্লাবাদ পৌঁছে তিনি উত্তরপত্রগুলো অটোরিকশায় রেখে চালককে দাঁড়াতে বলে টিকিট কাটার জন্য বাস কাউন্টারে যান। ফির এসে দেখেন উত্তরপত্রসহ অটোরিকশাটি উধাও।

প্রভাষক তালুকদার মহিউদ্দিন জানান, তার কলেজের পরীক্ষা কেন্দ্রের জন্য ৫৫০টি সাদা-উত্তরপত্র ও অতিরিক্ত ৪০০টি উত্তরপত্র ছিল। তিনি ঘটনার পরপরই ট্রাফিক পুলিশের সহায়তা নেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। অনেক খোজাখুজির পরও সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক ড. অলক কুমার সাহা বলেন,‘পরীক্ষার জন্য নিয়ে যাওয় উত্তরপত্রসহ অটোরিক্শা চালক উধাও হওয়ার পরই ওই শিক্ষক বিষয়টি তাদের জানিয়েছেন। পাশাপাশি সাধারণ ডায়েরির একটি কপিও দিয়েছেন। অটোরিকশায় উত্তরপত্র রেখে টিকিট কাটতে যাওয়াটা দায়িত্বে অবহেলা। ওই কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু রাখতে নতুন করে উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। ’

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ পরীক্ষার উত্তরপত্র উদ্ধারে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তবে মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্র্যন্ত এর কোনও সন্ধান পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ