রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ ড. সরোয়ার ও মাহতাবকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম ভোলায় ৩০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

রোহিঙ্গাদের ফেরাতে শীঘ্রই নতুন চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গাদের ফেরাতে শীঘ্রেই নতুন চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: অপশন ফর বাংলোদেশ’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “চলতি মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন। এরপর দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে। এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।”

দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসার পর সম্প্রতি আরও ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেওয়ার পর তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোর আহবান জানায় বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনার মুখে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির এক মুখপাত্র বাংলাদেশ সফর করে যান। এরপর ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও দেশটি সফর করে এসেছেন।

এসব আলোচনা থেকে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার বিষয়ে দুই দেশ একমত হয় বলে গণমাধ্যমে জানায় সরকার।

আলোচনায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “মিয়ানমারের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে। একইসঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। একাজে সফল হব বলেও আমরা প্রত্যাশা করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ