মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, আ.লীগ নেতার ১০ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢোকার চেষ্টাসহ হট্টগোল সৃষ্টির অপরাধে এক আওয়ামী লীগনেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাসকে বৃহস্পতিবার সকালে এই দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুহুলকে দণ্ডাদেশ দেওয়া হয়। রুহুল আলম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, আজ মিরপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি কেন্দ্রে দুজন সহযোগীকে নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন রুহুল আলম।

এ সময় বাধা দিলে পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ তাঁকে আটক করে। ওই সময় বাকি দুজন পালিয়ে যায়।

ওসি আরো জানান, আটকের পর পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ অনুযায়ী, পরীক্ষার হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক রুহুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল।

রুহুল আলম “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” লঙ্ঘন করেছেন জানিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ বলেন, আইনভঙ্গের অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা দিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরএম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ