মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

সমাজ সেবায় অালেমদের এগিয়ে অাসতে হবে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনিরুল ইসলাম 
আওয়ার ইসলাম

সমাজ সেবায় অালেমদের এগিয়ে অাসার অাহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ  ৬ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, অালেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব। কোন অালেম নারী নেতৃত্ব গ্রহণ করতে পারেনা। কুরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তির অাশা করারা যায় না। রাসূল সা. এর দেখানো পথেই অামাদের অগ্রসর হতে হবে।

সম্মেলনের প্রধান বক্তা জাতীয় ওলামা মাশায়েখ অাইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ তৈয়্যব ও সঞ্চালনা করেন মাওলানা নূর হোসাইন।

উল্লেখ্য, উক্ত সম্মেলন শেষে মাওলানা হারুন রশীদ শরাফতী কে অাহবায়ক ও মাওলানা দেলোয়ার হোসাইন ভূইঁয়ার নাম সদস্য সচিব হিসেবে ঘোষনা করেন।

উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির মুহতারাম সদর অালহাজ্ব কামরুল হাসান খোকন, ইসলামী অান্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর। সভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ ইকরা সেক্রেটারি মাও.মু.কিফায়েত উল্লাহ এরশাদী, উত্তরের সেক্রেটারি এম এম বিলাল হোসাইন, মাওলানা হারুনুর রশীদ শরাফতী, মাওলানা মারগুব উবাইদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন,  মাওলানা মীর ইকবাল হুসাইন অাল আজাদ, পূর্বের সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ মুনীর হুসাইন,ইসলামী যুব অান্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা এস এম তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নজির অাহমদ ফাহিম, সাধারণ সম্পাদক মাওলানা মু. এনামুল হক মজুমদার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মু. হুমায়ুন কবির, সহ সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ