শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

জাবির মাহমুদ-এর সমকালীন দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্যামের স্বরূপ ধরো
জাবির মাহমুদ

অফিস যাবার সময় হলেই
পরে,
মনটা আমার গুমরে কেঁদেই
মরে,
ভিড়ের ঠেলায় যায় না বাসে
চড়া,
আগুন গরম ঝাঁঝাল্ রোদে
জীবন ডালের বড়া।

জ্যামের জালে জড়াই এবং
ভাবি,
সকাল বিকাল খাচ্ছি রোজই
খাবি,
আর কতকাল জ্বলবো এমন
জ্বলায়,
মেজাজখানা বিগড়ে আগুন
মগজ ছেড়ে পালায়।

গুলিস্তান আর শাহবাগের ওই
মোড়ে,
জ্যাম রোজানা ছুটছি লয়েই
ধরে,
জ্যাম কোনদিন কয়না কভু
কেশে,
আজ থেকে ভাই মুক্ত তোরা
তবুও যা না হেসে।

দিন কিবা মাস, যাক না বছর
তবু,
জ্যামের হালত হয় না বদল
কভু,
জ্যামের খোঁচায় জীবনখানা
ঝাঁঝর,
জ্যামের প্যাঁচে আটকে মনুষ
ভক্ষে শসা গাজর।

লোহার শিকল আটকে থকে
যেমন,
রোজ-রোজানার জ্যামের ছবিও
তেমন,
সিএনজি ট্রাক, টেক্সি বাসে
মিলে,
জিরোয় পথে, হুক্কা টানে
দুঃখ ফুঁকে দিলে।

তোমরা যারা প্রশাসনের
বড়ো,
স্বর্থ ছেড়ে জ্যামের সরুপ
ধরো,
স্বধীন জাতি হাসুক স্বাধীন
সুখে,
দিন-চিরদিন অমর রবে
তোমরা সবার বুকে।

 

আগে আমি ছাত্র ছিলাম
জাবির মাহমুদ

আগে আমি ছাত্র ছিলাম
মগার এখন রিক্সা বাই,
প্রশ্ন ফাঁসের এই এ যুগে
জীবন আমার পুইরা ছাই।

সফলতার মাতাল হাওয়া
লাগলো যখন জ্ঞানের গায়,
জিপিএ ফাইব গোল্ডেন পেয়ে
ছাত্র নিজেই চোখ উল্টায়।

প্রশ্ন ফাঁসের পাগলা জোয়ার
নেটের গাঙে গড়ায় রোজ,
ছাত্র সমাজ সাঁতার কাটে
পুরায় উদর জ্ঞানের ভোজ।

জ্ঞান পাপীদের কর্মে এহেন
নিন্দা জানাই কোন ভাষায়,
জাতির কলস করছে ফুটা
অর্থকড়ির উচ্চাশায়।

ধিক শতধিক জানাই তাদের
ময়লা যাদের হৃদয়লোক,
প্রশ্ন ফাঁসের এমন হালে
আগাম বধির দেশের চোখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ