মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

জাবির মাহমুদ-এর সমকালীন দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্যামের স্বরূপ ধরো
জাবির মাহমুদ

অফিস যাবার সময় হলেই
পরে,
মনটা আমার গুমরে কেঁদেই
মরে,
ভিড়ের ঠেলায় যায় না বাসে
চড়া,
আগুন গরম ঝাঁঝাল্ রোদে
জীবন ডালের বড়া।

জ্যামের জালে জড়াই এবং
ভাবি,
সকাল বিকাল খাচ্ছি রোজই
খাবি,
আর কতকাল জ্বলবো এমন
জ্বলায়,
মেজাজখানা বিগড়ে আগুন
মগজ ছেড়ে পালায়।

গুলিস্তান আর শাহবাগের ওই
মোড়ে,
জ্যাম রোজানা ছুটছি লয়েই
ধরে,
জ্যাম কোনদিন কয়না কভু
কেশে,
আজ থেকে ভাই মুক্ত তোরা
তবুও যা না হেসে।

দিন কিবা মাস, যাক না বছর
তবু,
জ্যামের হালত হয় না বদল
কভু,
জ্যামের খোঁচায় জীবনখানা
ঝাঁঝর,
জ্যামের প্যাঁচে আটকে মনুষ
ভক্ষে শসা গাজর।

লোহার শিকল আটকে থকে
যেমন,
রোজ-রোজানার জ্যামের ছবিও
তেমন,
সিএনজি ট্রাক, টেক্সি বাসে
মিলে,
জিরোয় পথে, হুক্কা টানে
দুঃখ ফুঁকে দিলে।

তোমরা যারা প্রশাসনের
বড়ো,
স্বর্থ ছেড়ে জ্যামের সরুপ
ধরো,
স্বধীন জাতি হাসুক স্বাধীন
সুখে,
দিন-চিরদিন অমর রবে
তোমরা সবার বুকে।

 

আগে আমি ছাত্র ছিলাম
জাবির মাহমুদ

আগে আমি ছাত্র ছিলাম
মগার এখন রিক্সা বাই,
প্রশ্ন ফাঁসের এই এ যুগে
জীবন আমার পুইরা ছাই।

সফলতার মাতাল হাওয়া
লাগলো যখন জ্ঞানের গায়,
জিপিএ ফাইব গোল্ডেন পেয়ে
ছাত্র নিজেই চোখ উল্টায়।

প্রশ্ন ফাঁসের পাগলা জোয়ার
নেটের গাঙে গড়ায় রোজ,
ছাত্র সমাজ সাঁতার কাটে
পুরায় উদর জ্ঞানের ভোজ।

জ্ঞান পাপীদের কর্মে এহেন
নিন্দা জানাই কোন ভাষায়,
জাতির কলস করছে ফুটা
অর্থকড়ির উচ্চাশায়।

ধিক শতধিক জানাই তাদের
ময়লা যাদের হৃদয়লোক,
প্রশ্ন ফাঁসের এমন হালে
আগাম বধির দেশের চোখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ