সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

রোহিঙ্গাদের ওপর নির্যাতন জাহেলিয়াকেও হার মানিয়েছে: রানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তিনি রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে রানিয়া আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে তা অমানবিক। নির্যাতনের বর্ণনা মতে এটি আইয়ামে জাহেলিয়াকেও হার মানায়। তাই ন্যায় বিচারের স্বার্থে বিশ্ববাসীর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, জর্ডান নিপীড়িত রোহিঙ্গাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ।

রানিয়া আবদুল্লাহ অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ব্যাপক প্রশংসা করেন।

তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশ্রিতদের অধিকাংশই নারী-শিশু ও বৃদ্ধ। জাতিসংঘের উচিত এদের বিশেষ যত্ন নেয়া।

Image result for রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানি

শিশুদের সঙ্গে রানিয়া আবদুল্লাহ। ছবি: বাংলা ট্রিবিউন

পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে নিরলস কাজ চালাতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানান তিনি।

সোমবার বেলা ১২টা ৩৫ মিনিটে জর্ডানের রানী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এরপর তিনি রোহিঙ্গা বস্তি ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক এনজিও পরিচালিত স্কুলগুলো পরিদর্শন করেন।

রানিয়া আবদুল্লাহ শুধু ক্যাম্প পরিদর্শনই নয় রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছুক্ষণ খেলে তাদের আনন্দ দেয়ার চেষ্টাও করেন।

এর আগে বেলা ১১টা ০৯ মিনিটে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর তার গাড়ি বহর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়।

রোহিঙ্গদের দেখতে এবার বাংলাদেশে আসছেন জর্দানের রানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ