সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

৬৫ বছরে আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনামুল হাসান

১৯৫৩ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। ২০১৭ সালের আজকের দিনে ৬৪ বছর পূর্ণ করে ৬৫ তে পা দিলেন ইলম ও আমলে পরিপূর্ণ এ মানুষটি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্রগ্রাম জেলায় ফটিকছড়ি থানার বাবুনগর এলাকায় জন্ম নেন। বর্তমানে একজন প্রসিদ্ধ আলেমে দীন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই মুখ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন ইসলামি চিন্তাবিদ, স্কলার ও মুহাদ্দিস। হাজারও সন্তানকে সোনার মানুষে পরিণত করার কারিগর তিনি। একই সঙ্গে ঈমানি আন্দোলনে তার রয়েছে সফলতার দীর্ঘ ইতিহাস।

শিশু কালেই গ্রামের এক মাদরসাা থেকে ত্রিশ পারা কুরআনুল কারীম হেফজ করেন৷ তারপর উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীতে লেখাপড়া করেন৷

এখান থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর উচ্চ ডিগ্রীর জন্য পাকিস্তানের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিন্নুর টাউনে চলে যান৷ সেখানে যুগশ্রেষ্ট আলেম আল্লামা ইউসুফ বিন নূরী রহ.থেকে হাদীসের সনদ গ্রহণ করেন।

প্রথমে বাবুনগর মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। এখানে ২০০২ সাল পর্যন্ত মুহাদ্দিস হিসেবে খেদমতে লিপ্ত ছিলেন৷

২০০৩ সালে তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হাদিসের দরস শুরু করেন।

বর্তমানে তিনি দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি এবং মাহফিলে ওয়াজও করে থাকেন। তাওহিদ ও শিরক: প্রকার প্রকৃতি, ইসলামে দাড়ির বিধান, মুকাদ্দিমাতুল ইলমসহ বেশ কিছু বই রয়েছে তার।

মহান রাব্বুল আলামিন হজরতের হায়াতে ত্বায়্যিবা দান করুন৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ