মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

‘মুসলমানরা ঐক্যবদ্ধ হও আল্লাহর সাহায্য আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হকের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান বলেছেন, বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমানদের অনৈক্যের কারণে তারা জায়গায় জায়গায় মার খাচ্ছে। কিন্তু প্রতিরোধ করতে পারছে না। ফলে আজকে শ্রীলংকা, চীন জাপান থেকে মুসলিম হটানোর চক্রান্ত ছলছে।

শুক্রবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী মাদারাসা মসজিদে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা সমাধান বিষয়ে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘ, চীন জাপানের কাছে কোনো লাভ হবে না। কারণ তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় কসম খোদার তার মধ্যে মানবতা নাই। ইসলাম একমাত্র মানবতার ধর্ম। অতএব সমাধান করতে আমাদেরকেই।

তিনি বলেন, সরকারের উচিৎ বিজ্ঞ উলামাদের পরামর্শ গ্রহণ করা। ৯০ ভাগ মুসলমানদের ভাষা সরকারের বোঝা দরকার।

তিনি আরো বলেন, আজকে পার্বত্য চট্রগ্রামকে মুসলিমমুক্ত করার চক্রান্ত চলছে। আমার দেশের সেনাবাহিনী সেখানে যেতে পারে না। সেখানে কী হয়, না হয় আমরা জানি না।

আলেমদের উদ্দেশে তিনি বলেন, আলেমরা গোনাহ করো না।আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ওহাবী-সুন্নী, দেওবন্দী-বেদাতী, কওমী-আলিয়া, পীর-মুরীদ, মাজহাবী-লা মাজহাবী এসব বলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। কালিমার ভিত্তিতে সবাই এক হয়ে যাও। দেশ আজ অস্তিত্বের সম্মুখীন। নিজেদের দেশ, নিজেদের বাঁচাতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাই ঐক্যবদ্ধ হও।

জুমার সময় বিশাল মসজিদের ১ম তলা থেকে ৪র্থ তলা পর্যন্ত কোথাও তিল ধরনের ঠাঁই ছিলো না। জায়গা না পেয়ে মুসুল্লিরা মাদরাসার মাঠ ও পাশের ভবনগুলোতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মজলুম রোহিঙ্গাদের জন্য বিশেষ দুআও করা হয়।

আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১৫ লক্ষাধিক নগদ অর্থ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ