মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

‘বার্মার হত্যাকাণ্ড ইতিহাসের বর্বরচিত জাহিলিয়াতের চেয়েও মারাত্মক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জয়নাল আবেদীন রংপুর:  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মিয়ানমারে নিরস্ত্র মুসলিম নিধনের যে প্রক্রিয়া চলছে তা ইতিহাসের সেই বর্বরচিত জাহিলিয়াতের চেয়েও মারাত্মক। সেখানে প্রতিদিন অসংখ্য মুসলিম মা বোনকে ধর্ষণ করে, জবাই করে হত্যা করা হচ্ছে। বসবাসের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। তা আর সহ্য করা যায় না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর সিগারেট কোম্পানি মোড় সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন রংপুর ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ডাঃ মোঃ রশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি ও মেয়র পদ প্রার্থী জননেতা আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু।

পরে আসন্ন রংপুর সিটি কর্পোশেন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র পদে আলহাজ্ব এটি এম গোলাম মোস্তফা বাবু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব একরামুল হক, এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শরিপ মোঃ রাইহান উদ্দিন এর পক্ষে ভোট ও দোয়া চান রংপুর বাসীর কাছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারী আব্দুর রহমান ফারুকী, মহানগর সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, যু্ব নেতা আতাউর রহমান, এরশাদুল হক, আমিনুল ইসলাম, ছাত্র নেতা ইউসুফ আলী, আতাউর রহমান হামেদী, শ্রমিক নেতা শামছুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ