রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : ইবনে শায়খুল হাদিস রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় জেলে আটক করেছে পাকিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই : হাসনাত আবদুল্লাহ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা-মাশায়েখ  সম্মেলন অনুষ্ঠিত সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি কওমি শিক্ষার্থীদের দেশ-জাতির সেবায় নিয়োজিত করার বিষয়টি কোথায় আটকে আছে? ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

রোহিঙ্গাদের নিয়ে ৫ ইসলামি সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : আরাকান নিয়ে গাইলেন তারুণ্যের পরিচিত মুখ জাগ্রত কবি মুহিব খান। ইতোপূর্বে এই আলেম কবি তার গানে আরাকানের কথা উল্লেখ করলেও এবার তিনি আরাকান নিয়ে সমপূর্ণ একটি গান উপহার দিয়েছেন তার ভক্তদের।

গত ১৯ সেপ্টেম্বর “আরাকান আরাকান” শিরোনামে হলি মিডিয়ার ব্যানারে ইউটিউবে গানটি মুক্তি পায়। গানটির কথা ও সুরও করেছেন কবি নিজেই। আরাকানের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের অধিকার ও তাদের স্বাধীনতা সংগ্রামের কথা উঠে এসেছে গানটিতে।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীও ২টি গান গেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর “ইউনাইট টুগেদার” শিরোনামে হলি টিউন্স ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। ইতিমধ্যে গানটি কলেরবের দর্শক শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।

যৌথ কণ্ঠে গানটি গেয়েছেন ইকবাল মাহমুদ ও তাওসিফুল হক। গানটির কথা লিখেছেন সাইদুর রহমান চৌধুরী। সুর করেছেন ইকবাল মাহমুদ।

[embed][/embed]

কলরবের ব্যানারে আরেকটি গান মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর। “রোহিঙ্গাদের প্রাণ” শিরোনামে গানটি যৌথকণ্ঠে গেয়েছেন ওমর আব্দুল্লাহ, আরিফ আরিয়ান, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম ও আবির হাসান। গানটির কথা লিখেছেন মুহাম্মাদ রায়হান ও সুর করেছেন আহমদ আব্দুল্লা্হ।

[embed][/embed]

“পারিনা পারিনা সইতে পারিনা” শিরোনামে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। গানটির কথা ও সুর করেছেন মাসুম বিন মাহবুব। কণ্ঠ দিয়েছেন মাসুম বিন মাহবুব, শফিকুল্লাহ শাহীর, আফজাল সামী, আবু ইউসুফ উসামা, আবু তাহের।

হালাল এন্টারটেন্ডমেন্ট এর ইউটিউব চ্যানেলে গানটি গত বছর মুক্তি পায়।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন আলোড়ন শিল্পীগোষ্ঠীর শিল্পী মায়মুন আশরাফ। “লাখো মুমিনের রক্তে” শিরোনামের গানটি সংগঠনটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় গত বছরের ২১ ডিসেম্বর। গানটির কথা ও সুর করেছেন আশিক ইলাহি।

[embed][/embed]

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ