মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু রায়হান : রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়নের কারণে মিয়ানমারের ওপর জাতিসংঘে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান যায়েদ রাদ আল-হুসাইন।

যায়েদ রাদ আল-হুসাইন বলছেন, রোহিঙ্গা সম্প্রদায়কে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে কয়েকজন রোহিঙ্গা চরমপন্থীর কার্যক্রমের উদাহরণ একটা অজুহাত হিসেবে দেখাচ্ছে মিয়ানমার সরকার। মূলত সে দেশের সরকার জাতি নিধন শুরু করেছে বলে মন্তব্য করেছেন মি: হুসাইস।

উল্লেখ্য, দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদিও মিয়ানমার সরকার অভিযোগ করে বলছে 'রোহিঙ্গা জঙ্গিরা'ই এমন সহিংস পরিস্থিতি তৈরি করেছে।

আরএম


সম্পর্কিত খবর