বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

সিরাজগঞ্জে খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার: গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার উপজেলার সূবর্ণসাড়া কাঠেরপুর এলাকার মহির উদ্দিনের ছেলে ইউসুফ আলী (১৮) ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

বেলকুচির মুকুন্দগাতী বাজারে ইসলামী ব্যাংকের পেছনের খাল থেকে সোমবার সকালে আরিফুল ইসলাম (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

আরিফুল বেলকুচি পৌরসভার খিদ্রমাটিয়া মহল্লার শহীদ শেখের ছেলে। সে ওই এলাকার শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ওসি বলেন, এ ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের বাবা মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুপুরে স্থানীয়রা থানার সামনের সড়ক অবরোধ করে। পরে সেখান থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ