মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পাকুন্দিয়ার ওসিকে প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামানকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করেও ছেড়ে দেয়ার প্রতিবাদ ও পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনের প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিজয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন। সভার শুরুতে আহত সাংবাদিক আছাদুজ্জামান সেদিনের ভয়াবহ হামলার ঘটনার বিবরণ তুলে ধরেন।

কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ রশিদ ভুঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. রেজাউল হাবিব রেজা, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, কটিয়াদীর প্রবীণ সাংবাদিক বেণী মাধক ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাশরাফ আলী, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ৩১ আগস্ট নির্ভীক সাংবাদিক খন্দকার আছাদুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী নজরুল নামে এক আসামীকে ধরেও পুলিশ ছেড়ে দিয়েছে । তাছাড়া উল্টো গুরুতর জখমপ্রাপ্ত সাংবাদিক খন্দকার আছাদুজ্জামানকে আসামী করে মিথ্যা আরেকটি মামলা দায়ের করেছে।

তারা ওসি মোহাম্মদ সামসুদ্দীনের বিচার ও অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ