বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গাদের জন্য ইসলামী আন্দোলনের উদ্যোগে নলকূপ স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি

ইসলামী অান্দোলন বাংলাদেশের ত্রাণ কমিটির ৮ স্পটে ধারাবাহিক ত্রাণ বিতরণের ৬ দিনে এখন চলছে নলকূপ স্থাপনের কাজ।

বিশুদ্ধ পানির সংকটে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহের জন্য এসব নলকূপ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

রোহিঙ্গা দুর্ভোগের শুরুত থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশা ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের কর্মীরা এখানে রয়েছেন এবং নিপিড়িত রোহিঙ্গা মুসলিমদের নানারকম সাহায্য করছেন।

রোববার টেকনাফ লম্বাবিল নতুন ক্যাম্পে বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। ধারাবাহিকভাবে যেখানে যেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে সাধ্য অনুযায়ী নলকূপ স্থাপন করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ত্রাণ বিতরণের পাশাপাশি নতুন আসা রোহিঙ্গাদের দেখভাল করার জন্য তদারকি করছেন কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী, ইসলামী শাসনত্র ছাত্র আন্দোলনের কেন্দীয় প্রকাশনা সম্পাদক এইচ এম কাওছার আহমদ ও কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম।

এছাড়াও জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলিসহ জেলা ও থানা নেতৃবৃন্দ সঙ্গে রয়েছেন।

নলকূপ স্থাপনের প্রসঙ্গে মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, আমরা লম্বাবিলে প্রাথমিকভাবে একটি নলকূপ স্থাপন করেছি। এছাড়াও বিভিন্ন স্পটে ১০ টি নলকূপ স্থপন করা হবে ইনশাল্লাহ।

এসব অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৭টি স্বাস্থ্য কম্প্লেক্স ও ৭টি মসজিদও নির্মাণ করা হবে বলে আওয়ার ইসলামকে জানান তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ