বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক চ্ছিন্ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদানী কাফেলা বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

বন্দরবাজার জামে মসজিদ থেকে মাদানী কাফেলার বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্টপয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জামিয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাওলানা মাসউদ আজহার, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ, জামিল আহমদ, ক্বারী আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।

বক্তারা র্বামার মুসলমানদের পক্ষে বাংলাদেশের সর্বস্থরের জনগনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মিয়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক বিচ্ছিন্ন করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোব্ধ জনতা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করেন।

শাহীনুর পাশা তার বক্তব্যে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ সফলের জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা রুহুল আমীন নগরী বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। মিয়ামারের দূতাবাস বন্ধের আহবানও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ