বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উখিয়ার বালুখালিতে থাকার জায়গা পাচ্ছে নতুন রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাপক দমন পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা হচ্ছে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে। বালুখালির বন বিভাগের ৫০ একর জমিতে জেলা প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের সামনে এ তথ্য জানিয়েছেন। খালেদ মাহমুদ বলেন, "গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের ওই জমি বরাদ্দ দেওয়া হয় মাস ছয়েক আগে। গত বছর আসা কয়েক হাজার রোহিঙ্গা সেখানে রয়েছে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। "

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, "নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশেপাশে থাকতে বলা হয়েছে। সেখানে থাকলে কাউকে বাধা দেওয়া হবে না। অন্য কোথায়ও থাকলে তাদের উচ্ছেদ করা হবে। "

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০টি চৌকিতে সমন্বিত সন্ত্রাসী হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান শুরু করে। এরপর হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের দিকে আসতে শুরু করে।

বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিলেও ২৫ আগস্ট থেকে দেড় সপ্তাহে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘ গতকাল সোমবার জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, সংখ্যাটি ৯০ হাজার।

রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপও। দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে ইন্দোনেশিয়া ও তুরস্ক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ভূমিকার সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইসহ আরো অনেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার মিয়ানমার সফরে যাচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ