মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

পদ্মায় ট্রলার ডুবে ৪৬ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীতে পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলার ডুবে ৪৬টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাজবাড়ী সদরের ধাওয়াপাড়া ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে গরুর বেপারিরা কেউ আহত বা নিহত হননি।

জানা যায়, গরুর ট্রাকটি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাদারচর থেকে ছেড়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে যাচ্ছিল। পরে আরিচা থেকে ট্রাকে ঢাকার গাবতলীর হাটে যাওয়ার কথা ছিল।

দৌলতদিয়া ঘাটের ফেরি সংকটের সমস্যা এড়াতে এবং সময় বাঁচাতে কালুখালি ও পাংশার পাঁচ জন গরুর বেপারী ট্রলারযোগে কুরবানির পশু বোঝাই করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছিল। তবে ওই ট্রলারের মাঝি-মাল্লাসহ গরুর বেপারিরা সবাই তীরে উঠতে সক্ষম হয়।

রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী জানান, ওই ট্রলারে ৫৪ টি গরু নিয়ে ঢাকার গরুর হাটে যাচ্ছিল বেপারিরা। পদ্মায় তীব্র ও ঘূর্র্ণায়মান স্রোতের টানে মাঝি নিয়ন্ত্রণ হারালে ট্রলারটি ডুবে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ