বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ইসলামি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড: মুফতি রশিদুর রহমান বর্ণভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান বিন মুজাহির: জামেয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন-ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। ইলমে নববীর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রাব্বুল আলামিন। ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমে আলোকিত ও আদর্শিক মানুষ তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন ইসলামি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কাজেই ইসলামি শিক্ষাকে সর্বস্তরে চালু করা এবং এ শিক্ষা অর্জন করা প্রত্যেকের দায়িত্ব। তিনি ইলমে দীনের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দীনি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহবান জানান।

শেখবাড়ি মাদরাসার ২০১৭ সালের অভিভাবক সমাবেশ ও বিগত শিক্ষাবর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখবাড়ি জামিয়ার শিক্ষক মাওলানা শাব্বির আহমদ ও মাওলানা নুর উদ্দিন সিরাজনগরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারি ধর্মপুরি, মাওলানা শায়েখ সৈয়দ মুজাদ্দিদ আলী, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী, জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল হামিদী, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম মাওলানা সা'দ আহমদ আমিন বর্ণভী, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদ, অত্র মাদরাসার শিক্ষাসচিব মুফতি সালমান আহমদ, বরুণা মাদরাসার শিক্ষাসচিব রশিদ আহমদ হামিদী প্রমুখ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, কওমী মাদরাসার শিক্ষার্থীরা দেশ ও সমাজকে আলোকিত করার চেতনা ও যোগ্যতা ধারণ করে। যুগেযুগে প্রতিটি প্রজন্ম এর সাক্ষর রেখেছে। তিনি বলেন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের জন্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনার রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু কওমী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ আমি মনে করি এটা ব্যতিক্রমী উদ্যোগ। তিনি কওমি মাদরাসার শিক্ষার্থীদের আদর্শ চরিত্রের কথা তুলে ধরে ইসলামি শিক্ষা অর্জনের জন্য সবাইকে অনুরোধ করেন।।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বেফাকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সারাদেশের মেধা তালিকায় ২৩ টি অর্জনসহ মোট ৫৭জন এপ্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ