মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য গানম্যান পেলেন জামায়াত আমির বাজারে এলো ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন কর্ম ও দাওয়াতের কারগুজারি’ নীতিমালা লঙ্ঘন: ১১ মাদরাসাপ্রধানের বেতন স্থগিত

দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে; নাজমুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : 'দেশের সব প্রান্তেই যুদ্ধপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন, সেই বিজয়টি দেখবার জন্য।' আজ দুপুরে যুদ্ধপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক স্থানীয় সার্কিট হাউজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

নাজমুল হক বলেন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেন প্রধান বিচারপতির মৃত্যুতে আপাতত বিচার স্থগিত রয়েছে। অচিরেই বিচারপতি নিয়োগ হলেই এ কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে তদন্ত অব্যাহতভাবে চলছে। তিনি জেলার ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যেকটি মুক্তিযোদ্ধার স্বপ্ন এ কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী এই কার্যক্রম সম্পূর্ণ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডর বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক জেলার জাঠিভাঙ্গা, খুনীয়া দীঘিসহ মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার স্মারক বহনকারী ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন বলে জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ