বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে; নাজমুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : 'দেশের সব প্রান্তেই যুদ্ধপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন, সেই বিজয়টি দেখবার জন্য।' আজ দুপুরে যুদ্ধপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক স্থানীয় সার্কিট হাউজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

নাজমুল হক বলেন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেন প্রধান বিচারপতির মৃত্যুতে আপাতত বিচার স্থগিত রয়েছে। অচিরেই বিচারপতি নিয়োগ হলেই এ কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে তদন্ত অব্যাহতভাবে চলছে। তিনি জেলার ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যেকটি মুক্তিযোদ্ধার স্বপ্ন এ কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী এই কার্যক্রম সম্পূর্ণ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডর বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক জেলার জাঠিভাঙ্গা, খুনীয়া দীঘিসহ মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার স্মারক বহনকারী ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন বলে জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ