শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আ. লীগ হারলে তার কারণ হবে ছাত্রলীগ; জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্প্রতি বেজায় চটেছেন। এমনকি আগামী নির্বাচনে আওয়ামী লীগ হারলে তার কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে দায়ী করে মন্তব্য করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রিং আইডি সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তার কারণ হবে তাদের এই ছাত্র সংগঠন। '

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, শেখ হাসিনা অনেক কাজ করেছেন দেশের জন্য। সে কারণে আগামী নির্বাচনে তার জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি আওয়ামী লীগ ইলেকশনে হারে, তাহলে তোমাদের মতো ছাত্রলীগের কিছু উশৃঙ্খল ছেলে-মেয়ের কারণেই হারবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জোরে স্লোগান দিয়ে মিলনায়তনে ঢুকলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে রুহুল আমিনকে উদ্দেশ্য করে জাফর ইকবাল বলেন, এখানে আমরা যারা আছি সবাই তোমাদের শিক্ষক। আমাদের প্রতি তোমাদের সম্মান দেখানো উচিত। তুমি তোমার দলবল নিয়ে প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লে, এটা ঠিক নয়।

এ বিষয়ে রুহুল আমিন বলেন, আমার কর্মীরা স্লোগান দেওয়া শুরু করলে আমি তাদের স্লোগান বন্ধ করতে বলি। স্যার আমাকে উপদেশ দিয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ