মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সম্মেলন, নতুন কমিটি ঘোষণা ইসলামপন্থীদের টার্গেট করে বেআইনিভাবে আটক বন্ধের দাবি বিহারে মুসলিম হকার হত্যা: ভিকটিমকেই ‘চোর’ বানানোর চেষ্টা মসজিদে নববীর মুয়াজ্জিনের ইন্তেকাল মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা মুফতি শামাইল ও জাবেদ আখতারের বিতর্ক, দরকারি কিছু কথা ঢাকা–১৩ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত ইবনে শাইখুল হাদিস বাড়িতে যৌনকর্মীদের আশ্রয়, জামায়াত নেতা বহিষ্কার

৫ আগস্ট দেশে ফিরবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ মাদানী
দেওবন্দ থেকে

ভারতে চিকিৎসা শেষে ৫ আগস্ট দেশে ফিরবেন আল্লামা আহমদ শফী৷ গত ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারত যান। তিনি দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে ঢাকার আজগর আলী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি৷  প্রস্রাবের সংক্রমণ, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় হেফাজত আমির গত ৬ জুন উক্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চট্টগ্রামের একটি হাসপাতালেও তিনি চিকিৎসা নেন৷

আল্লামা আহমদ শফীর অবস্থা শুরুতে সংকটাপন্ন থাকলেও এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসার পর তিনি সুস্থ হন। গত ১০ জুলাই উক্ত হাসপাতাল থেকে তিনি রিলিজ নিয়ে চলে যান চট্টগ্রামের হাটহাজারীতে। এরপর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২০ জুলাই ভারতের উদ্দেশ্যে হাটহাজারি থেকে রওয়ানা হয়ে ঢাকায় আসেন৷ ঢাকায় দুইদিন অবস্থানের পর ২২ জুলাই ভারত আসনে তিনি৷

জানা গেছে, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী হেফাজত আমিরের চিকিৎসার বিষয়টি দেখাশোনা করেন৷ ভারতে শাহ আহমদ শফীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার ছোট ছেলে আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

চিকিৎসায় শারীরিক উন্নতি দেখা দিলে শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী গত ১ আগস্ট দিল্লীর অ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ নিয়ে উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে আসেন৷ দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নোমানীসহ উস্তাদ ও ছাত্ররা তার সাথে কুশল বিনিময় করেন৷ আলাপচারিতায় কাটান দীর্ঘ সময়৷ তিনি মেহমানও হন মুহতামিম ও মাদানী পরিবারের৷

দেওবন্দে অবস্থানকালীন তিনি যিয়ারত করেন আকাবিরদের কবর৷ কাসেমী মাকবারায় দেওবন্দের ছাত্র-উস্তাদের নিয়ে আকাবিরদের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ দোয়া মোনাজাতও করেন তিনি৷ এরপর পরিদর্শন করেন দেওবন্দ মাদরাসার ভবনসমূহ৷

গত ১ আগস্ট দেওবন্দে গেলে সেখানে হযরতের শারীরিক সুস্থতার জন্য দোয়াও হয় দেওবন্দের ছাত্র-উস্তাদদের সম্মিলনে৷ দেওবন্দে তিনি অবস্থান করেন দীর্ঘ তিন দিন৷ আগামী কাল ৪ আগস্ট দেওবন্দ থেকে যাবেন দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের অফিসে৷ জানা গেছে দিল্লি থেকে কাল বাংলাদেশের পথ ধরবেন তিনি৷

ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মেহেদী হাসান

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ