মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা সফররত ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আল ওসাইমিন আজ সকাল ১০টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন এবং বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সফরকালে ওআইসি মহাসচিব এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল সংসদে বিরোধী দলীয় নেতা রওশান এরশাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওআইসি মহাসচিব। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম কাউন্সিল অধিবেশন আয়োজন করতে যাচ্ছে। সে কারণে বাংলাদেশ এবং ওআইসি সচিবালয়ের সহযোগিতা ছাড়াও দ্বিপক্ষীয় অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সফরকালে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে ওসাইমিনের। সেখানে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণ করবেন।
বুধবার তিনি ৪ দিনের সফরে শাহজালাল বিমানবন্দরে পৌছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ