মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

পাকিস্তানের প্রসংশায় গয়েশ্বর যা বললো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পাকিস্তানের বিচারবিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক কাঠামোর প্রসংশা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ প্রসংশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পাকিস্তানে ভালো গণতন্ত্র নেই, তারপরও ক্ষমতায় থাকা অবস্থায় একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর নওয়াজ শরিফকে পদত্যাগ করতে হয়। অথচ বাংলাদেশে তা হলে বিচারপতির লাশও খুঁজে পাওয়া যাবে না।’

গয়েশ্বর বলেন, ‘আগামী নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বেই হবে। তাকে মাইনাস করে দেশে কোনও নির্বাচন করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা।’

দ্বিতীয় মেয়াদে রুহানির অভিষেক

তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তাদের মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি। এই সরকার আইনের কোনও তোয়াক্কা করে না। তারা আইনের অপব্যবহার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।’

এর আগে গয়েশ্বর রায় সভা স্থলে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আহমেদসহ প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ