শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

‘আকসাকে মুক্ত করতে বিশ্ব মুসলিম নেতারা এক হোন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল, মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান মজলুম ফিলিস্তিন ও আল আকসাকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, শুধু ‘মজলুম মসজিদুল আকসাকে’ এজেন্ডা বানিয়ে মুসলিম বিশ্বের নেতারা একটেবিলে বসুন। কূটনৈতিক চাপ ও নিজেদের ক্ষমতার বলে এবং আর্ন্তজাতিক সকল সম্পর্ক কাজে লাগিয়ে মসজিদুল আকসকে মুক্ত করতে উদ্যোগী হোন।

তিনি বলেন, মজলুম মসজিদুল আকসা-মুসলিম উম্মার প্রথম কেবলা। একে রক্ষা করা মুসলিমদের একান্ত কর্তব্য। তাই আল কুদস ও আকসাকে মুক্ত করতে স্থায়ীভাবে সমাধানের পথ খুঁজে বের করুন।

তিনি মুসলিমদের রক্তক্ষরণ ও আহাজারির কথা স্মরণ করে বলেন, আল্লাহর এই ঘর কেয়ামতের মাঠে যদি আমাদের বিরুদ্ধে নালিশ করে বসে; আল্লাহর আদালতে মুসলিম বিশ্বের নেতারা কী জবাব দিবেন? আমরাই বা কী বলবো?

আল্লামা মাহমুদুল হাসান বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সরকারের উচিত-মজলুম মসজিদুল আকসা বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করে আর্ন্তজাতিক সকল সম্পর্ক কাজে লাগিয়ে ইসরাইলিদের কাছ থেকে মসজিদুল আকসকে মুক্ত করার উদ্যোগ নেয়া।

তিনি আরও বলেন, সরকার এ কাজে উদ্যোগী হতে পারলে হাজারও মুসলিম তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে।

এছাড়াও তিনি মুসলিম বিশ্বের উলামা মাশায়েখ ও প্রতিনিধিত্বশীল নেতাদের প্রতি বক্তৃতা, বিবৃতি, কূটনৈতিক ও বুদ্ধিবৃত্তিক তৎপরাতার মাধ্যমে সাহসী উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

 ১৯৮০র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশি যোদ্ধারা

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ