বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআন কে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে : ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

সিএনসির সম্মাননা পদক পেলেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্টার ফর ন্যাশনাল কালচারের (ডিএসসি) সম্মাননা পেয়েছেন লেখক, গবেষক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক এবং মিরপুর মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব।

সোমবার বিকালে রাজধানীর মগবাজারে নজরুল একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেয়া।

মনীষী সৈয়দ আলী আহসান স্মরণে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা পদক তুলে দেন এই গবেষকের হাতে।

মাওলানা লিয়াকত আলী কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। প্রায় তিন দশক ধরে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত।

মিরপুরের মাদরাসা দারুর রাশাদের তত্ত্বাবধানে পরিচালিত সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের প্রধান তিনি। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে অনেকেই মূলধারার গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন।

মাওলানা লিয়াকত আলীর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ২০টি। তাঁর অসংখ্য লেখা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকাল থেকে পবিত্র রমজানে প্রথম পৃষ্ঠায় সিঙ্গেল কলামে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। সেই লেখার জন্যই তাকে এই সম্মাননা পদক দেয়া হয়।

মনীষী সৈয়দ আলী আহসান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি লিলি হক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্পাদক ও লেখক মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, আশীষ-উর-রহমান ও মুহাম্মদ ফয়জুল কবীর প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহাঙ্গীর আলম ও মিযানুর রহমাল জামীল।

মাওলানা লিয়াকত আলী তার আলোচনায় সৈয়দ আলী আহসানের জীবনের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন। তাঁকে সম্মানিত করায় তিনি সিএনসির প্রতি কৃতজ্ঞতা জানান।

 ১৯৮০র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশি যোদ্ধারা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ