সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০ হিজাব ও দাড়ির কারণে শাস্তি, ইসলামী ছাত্রসমাজের নিন্দা নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গা শরণার্থীরা ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬

প্রতিবন্ধকতা জয় করলেন প্রতিবন্ধী ১৬ পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৯ জন শারীরিক প্রতিবন্ধী। এঁদের মধ্যে পাস করেছেন ১৬ জন। তাঁদের মধ্যে ১২ জনই দৃষ্টিপ্রতিবন্ধী।

তাঁদের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছেন শারীরিক প্রতিবন্ধী রাজু আহমেদ। রাজু রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর কলেজের শিক্ষার্থী। আরেক শারীরিক প্রতিবন্ধী নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ স্মারক কলেজের শিক্ষার্থী আসিফা মেহেজাবিন পেয়েছেন জিপিএ ৪ দশমিক ০৮। একই ফল নিয়ে উত্তীর্ণ হয়েছেন বগুড়ার শাহ সুলতান ডিগ্রি কলেজের শিক্ষার্থী স্নিগ্ধা খাতুন। এ ছাড়া জিপিএ ২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাটোরের আজম আলী কলেজের শিক্ষার্থী মিলন আহমেদ। বিধি অনুযায়ী, এঁরা প্রত্যেকেই নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট অতিরিক্ত সময় পেয়েছিলেন।

এদিকে, পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলাম ও মনসুর আলী পাস করেছেন জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে। ওই কলেজেরই শিক্ষার্থী রবিউল ইসলাম জিপিএ ৪ দশমিক ৩৩, সুমন আহমেদ চৌধুরী জিপিএ ৪ দশমিক ২৫ এবং জামিল হোসেন জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে পাস করেছেন। বগুড়ার আজিজুল হক সরকারি কলেজের শিক্ষার্থী আবি রাফি মো. সায়েম পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৩৩।

পাবনা কলেজের মাহবুব আলম জিপিএ ৪, জয়পুরহাট সরকারি কলেজের ফরিদ হোসেন জিপিএ ৩ দশমিক ৮৩, বগুড়ার সরকারি এমআর মহিলা কলেজের জান্নাতুল মাওয়া জিপিএ ৩ দশমিক ৪২, পাবনার দাশুড়িয়া কলেজের জোবাইদুল ইসলাম জিপিএ ২ দশমিক ৯৪ এবং নাজির আকতার সরকারি কলেজের কফিল উদ্দীন জিপিএ ২ দশমিক ৭৫ পেয়ে পাস করেছেন।

তবে অকৃতকার্য হয়েছেন পাবনার সামশুল হুদা কলেজের মো. আব্দুল্লাহ, রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের আল আমীন ও মহানগর কলেজের শম্পা খাতুন। বিধি অনুযায়ী শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় বসেছিলেন তাঁরা।

ফল ঘোষণার সময় তাঁদের অভিনন্দন জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ