শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সংকট নিরসনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দোলনের কর্মসূচিতে পুলিশি হামলা, আহত শিক্ষার্থী সিদ্দিকুরের চিকিৎসার ভার রাষ্ট্রীয়ভাবে বহন, আন্দোলনরত শিক্ষার্থীদের নামে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও অধিভুক্ত কলেজগুলোর চলমান সংকট নিরসনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷

শনিবার (২২ জুলাই) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন৷ ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন৷ কর্মসূচি ঘোষণা করেন সরকারি তিতুমীর কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ৷

তিনি বলেন, ‘অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলা সভ্যতা ও শিক্ষাব্যবস্থার ওপর হামলা৷ আগামী তিন দিন অধিভুক্ত কলেজগুলোতে টানা বিক্ষোভ কর্মসূচি চলবে৷ এর মধ্যে দাবি না মানা হলে আগামী ২৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা৷ ওই দিন আরও কঠোর কর্মসূচি ষোষণা করা হবে৷'

বিভিন্ন কলেজের প্রতিনিধিরা বলেন,'আমরা রাজপথে থাকতে চাই না৷ আমরা ছাত্র৷ আমাদের থাকার কথা পড়ার টেবিলে, ক্যাম্পাসে৷ আমাদের দাবি না মানা হলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে৷'

তারা বলেন, ‘পুলিশের ওপর আমরা ইট-পাটকেল ছুড়েছি বলে অভিযোগ করা হচ্ছে৷ আমরা বলব,আপনারা সেদিনের মিডিয়া ও সিসিটিভি ফুটেজ চেক করুন৷ এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন৷

গুরুতর আহত সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের প্রসঙ্গ টেনে তারা বলেন, ‘সিদ্দিকুর দরিদ্র ঘরের সন্তান৷ তার বাবা নেই৷ পুলিশের হামলায় তার চোখের আলো নিভতে চলেছে৷ তার চিকিৎসার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, প্রয়োজনে ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷ তার জন্য চাকরির ব্যবস্থা করতে হবে৷ সিদ্দিকুরের চোখের আলো ফিরিয়ে দাও, হে রাষ্ট্র৷'

আজকের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অজ্ঞাতনামা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশে৷ এ সময় চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন হোসেন বলেন,'শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার দুই দিন পেরিয়ে গেলেও ঢাবি কর্তৃপক্ষ এমনকি কলেজ প্রশাসন আহতদের খোঁজখবর পর্যন্ত নেয়নি৷পুলিশি হামলায় শুধু সিদ্দিকুরের চোখ অন্ধ হয়নি,অন্ধ হয়ে গেছে দেশের শিক্ষাব্যবস্থা৷'


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ