বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ইসরায়েল পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত; আহত কয়েকশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় নতুন কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে গতকাল শুক্রবার বিক্ষোভকারী ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে ৩ ফিলিস্তিনি নিহত ও কয়েক শ আহত হয়েছেন।

এক সপ্তাহ আগে আরব-ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে ওই এলাকায় দুই ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে মেটাল ডিটেক্টর বসানোসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কঠোর নিরাপত্তার কারণে এবং সাময়িকভাবে আল-আকসা মসজিদে নামাজের সুযোগ বন্ধ রাখায় ফিলিস্তিনিরা কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছেন। গতকাল জুমার নামাজে ৫০ বছরের কম বয়সী মুসল্লিদের মসজিদ প্রাঙ্গণে যেতে দেওয়া হয়নি। তাঁদের প্রবেশের অন্যতম প্রধান পথ দামেস্ক গেটের বাইরে নামাজ আদায় করতে হয়। তবে সব নারীকে যেতে দেওয়া হয়।

ইসরায়েলি মন্ত্রীরা গতকাল আল আকসা প্রাঙ্গণের প্রবেশপথে বসানো মেটাল ডিটেক্টর না সরানোর সিদ্ধান্ত নিলে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি পুলিশের ভাষ্য, কিছুসংখ্যক ফিলিস্তিনি মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে গিয়েই আল-আকসা প্রাঙ্গণে নামাজ পড়েন। সবচেয়ে বেশি ব্যবহৃত প্রবেশপথ দামেস্ক গেটের আশপাশের রাস্তাঘাট বন্ধ থাকায় ধর্মীয় নেতাসহ বেশ কয়েক শ লোক লায়নস গেট প্রবেশদ্বারে যান। তখন পুলিশ জানায়, শুধু ৫০ বছরের কম বয়সী মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে যেতে দেওয়া হবে না।বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ পরে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে। ফিলিস্তিনিরা ছোড়েন পাথর। পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন এবং পশ্চিম তীরে একজন নিহত হন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, জেরুজালেম ও পশ্চিম তীরে ৩৯১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ ঘোষণা ফিলিস্তিনের

https://www.facebook.com/our24/videos/1935080240041174/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ