শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বন্যা প্রতিরোধে তিস্তায় হবে স্থায়ী বাঁধ: ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা প্রতিরোধে তিস্তায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্না বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ খুবই সাহসী। কারণ পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে চাষাবাদে ঝুঁকে পড়ছেন তারা। যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। সেই সঙ্গে জেলায় যাতে বন্যা না হয় সেজন্য তিস্তা নদী খনন করে চিরস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, তিস্তা নদী থেকে বাঁচতে হলে তিস্তায় বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ নির্মাণ হলে এলাকার মানুষকে আর রিলিফ চাওয়া লাগবে না। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানান।

দুর্যোগে মানুষের পাশে থাকতেন মুহিউদ্দীন খান

ত্রাণবিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, জেলা পুলিশ সুপার রশিদুল হক, সংরক্ষিত মহিলা সংসদ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলার চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল হক প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ