রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

২২ জুলাই জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী ঝটিকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২২ জুলাই সকাল ১০টায় মজলিসে শুরা ও বার্ষিক কাউন্সিল অধিবেশন আহবান করেছে। উক্ত অধিবেশন সফলের লক্ষ্যে গতকাল (১৫ জুলাই) শনিবার দুপুর ১১টায় কিশোরগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন, জেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা জমিয়তের উদ্যোগে জেলা কার্যালয়ে সেক্রেটারী মাওলানা মাহবুব উল­াহর সভাপতিত্বে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন প্রমুখ।

সকাল ৭টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলা জমিয়তের উদ্যোগে বিশ্বরোড সংলগ্ন মাদরাসায় উপজেলা ও জেলা নেতৃবৃন্দের যৌথ সমাবেশ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

সকাল ১১টায় হবিগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, জেলা সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ তাফহীমুল হক প্রমুখ।

বিকেল ২টায় মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে মাওলানা জামিল আহমদ আনসারীর উদ্যোগে জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাবেশে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা নেতৃবৃন্দ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ