সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান হিজাব ও দাড়ি বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিবাদ দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রী নাটক করছেন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাঠ্যসূচি সংশোধনের নামে নৈতিকতাহীন নাস্তিক্যবাদী সিলেবাস পুনঃস্থাপনের যে ষড়যন্ত্র চলছে তা কোন ভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। শিক্ষামন্ত্রী পাঠ্যবই সংশোধনের জন্য চিহ্নিত বামপন্থী কিছু শিক্ষাবিদদের নিয়ে যে কমিটি করেছে তাদের প্রতি দেশের সচেতন নাগরিকদের কোন সমর্থন ছিল না, জনগণের যে ধারণা ছিল পাঠ্যবই সংশোধনের প্রস্তাবে তাই ঘটেছে। হিন্দুয়ানি সিলেবাস পুনঃস্থাপনের জন্য শিক্ষামন্ত্রী যে নাটক সাজিয়েছে এর পরিণাম শুভ হবে না।

আজ ১৪ জুলাই’১৭ রবিবার বিকাল ৩টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে পাঠ্যবই নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, পাঠ্যসূচি নিয়ে এ দেশের ছাত্র জনতার ধারাবাহিক আন্দোলনের একটা সাময়িক সফলতা এসেছিল। বাম-সেক্যুলারদের আস্ফালনে সরকার যদি আবারো নীতি নৈতিকতাহীন নাস্তিক্যবাদী সিলেবাস পুনঃস্থাপনের আত্মঘাতি সিদ্ধান্ত নেয় তবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে ছাড়বে। আর সে উদ্ভুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকেই তার দায়ভার গ্রহন করতে হবে। সমাবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্র জনতাকে আহবান জানান।

চট্টগ্রামের হামলায় আমার মৃত্যুও হতে পারতো: মির্জা ফখরুল

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি সগির আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ওয়ায়েজ হোসেন ভূইয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ