সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭


৯ ডিসেম্বর ‘দুর্নীতি বিরোধী দিবস’ পালনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় নতুন একটি দিবস হলো। সরকার এখন থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর 'দুর্নীতি বিরোধী দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়ে।

এ সময় প্রতিবছর ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত হয়।

দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস তালিকায় অন্তর্ভুক্ত হবে। দিবস দুটি যথাযথভাবে পালনে এ সম্পর্কিত প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে বলে বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন।

দুর্নীতি দমনে আল কুরআন

মন্ত্রীসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী সভার শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র সম্বলিত ৭১টি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ