সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭


মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে প্যানেল মেয়রকে দেয়া দায়িত্ব বাতিলের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া মেয়র মান্নানের বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

গাজীপুরের মেয়র মান্নান ফের বরখাস্ত

মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানিয়েছেন, আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে। মেয়র মান্নানের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেন ডেপুটি অাটর্নি জেনারেল অমিত তালুকদার।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন জারি করে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ