বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত পিতা-পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেজাউল করিম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ঈদগাঁওতে সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হলেন পিতা-পুত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ জুলাই সকালে ইউনিয়নের জাগির পাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের বজলুর রহমানের পুত্র সোহানুর রহমান আজ সকালে একই এলাকার তার এক সমবয়সী বন্ধু ও তার পিতাকে সালাম দেন।

তারা সালামের কোন উত্তর না দেয়ায় সোহান জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ পিতা-পুত্র মিলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে রাখে।

জাগির পাড়া রোডের ইউনুছের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহত কিশোর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।

খবর পেয়ে সোহানের পিতা বজলুর রহমান প্রতিকার চাইতে ঐ দূর্বৃত্তদের বাড়িতে গেলে তার উপরও হামলা করা হয়। ইট পাটকেল ছুড়ে তাকেও আহত করা হয়। হামলায় বজলুর রহমান পায়ে আঘাত প্রাপ্ত হন। এর আগে আহত হওয়া তার পুত্রকে ঈদগাঁওর একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি সম্পর্কে স্থানীয় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরীকে অবহিত করা হলে তিনি আজ রাতে এ ব্যাপারে উভয়পক্ষের সাথে বসবেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানসহ কয়েকজন সোহানের উপর হামলার ঘটনাটি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত ডা. সিরাজুল মোস্তফা নূরী ও তার পুত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ