সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭


বিহারী ক্যাম্পে উচ্ছেদ বন্ধে মেয়র আনিসুল হকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মিরপুরে বিহারী ক্যাম্পে উচ্ছেদ অভিযান বন্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দুই সচিব ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে ক্যাম্পের ৩৬ জন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এছাড়া মামলায় আরও তিন জনকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।

মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ঢাকা জেলা প্রশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান বলেন, বিহারীদের বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করা হয়েছে। আমাদের মামলাটি গ্রহণ করে আদালত আদেশের জন্য তা অপেক্ষমান রেখেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ