রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

ভারতে গো-রক্ষার নামে মুসলিম হত্যা বন্ধ করতে হবে:  ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ভারতে গো-রক্ষার নামে নির্বিচারে মুসলমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম হত্যা বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত উদারতার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের উগ্র সা¤প্রদায়িক লোক গো-রক্ষার নামে অজুহাত সৃষ্টি করে নিরীহ নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। বেদনাদায়ক এ দৃশ্য সভ্য দুনিয়া নিরবে পর্যবেক্ষণ করছে। ভারত সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের উগ্র সা¤প্রদায়িক নির্মম হত্যাকাণ্ড বন্ধের কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।

নেতৃদ্বয় আরো বলেন, ভারতের মুসলিম সম্প্রদায়সহ সব ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করার দায়িত্ব ভারত সরকারের। বিবেকবান বিশ্ব আশা করে জনগণের জানমাল ও ইজ্জত রক্ষার ক্ষেত্রে ভারত সরকার অবহেলা প্রদর্শন না করে তাদের উপর অর্পিত সাংবিধানিক মানবিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

আমরা আশাবাদী হতে চাই এ ঘৃণিত সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আর কাউকে জীবন দিতে হবে না। এ বিষয়ে ভারত সরকার ও শান্তিকামী বিশ্বকে দ্রুত কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আন্তরিকভাবে আহবান জানান তারা।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ