শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

গাজীপুরে বয়লার বিস্ফোরণ, ৫ জন নিহত; আহত অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু কর্মচারী।

আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।

রাত ৯টা পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।

আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রিওল বাংলাদেশের মহাসচিব শ্রমিক নেতা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সরকারের একজন মন্ত্রীর কারখানা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও তার সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন তিনি।

জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরে তাদের সাথে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতর, সাভার ইপিজেডসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা যোগ দেন। কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ