বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

ছাত্র জমিয়েতের সেক্রেটারি মুফতি ওমর ফারুকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ছাত্র জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি ওমর ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

রোববার (২ জুলাই) দুপুর ২টা ৩ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মুফতি ওমর ফারুক। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি  হয়েছিলেন।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান আওয়ার ইসলামকে বলেন, মুফতি ওমর ফারুক বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর উভয় কিডনিতে সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দেড় দিন অতিক্রম করার পর তিনি ইন্তেকাল করলেন।

মুফতি ওমর ফারুকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার তিলচণ্ডিতে। ২০০৮ সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। শরহে বেকায়া (একাদশ) জামাত থেকেই তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশের সঙ্গে যুক্ত। পরপর গত তিন টার্ম তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবন শেষে মুফতি ওমর ফারুক গ্রামের বাড়িতে জামাতে খামেস পর্যন্ত একটি কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া একটি মসজিদের খতীবের দায়িত্বও পালন করেছেন তিনি।

মুফতি ওমর ফারুক স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রাতেই মুফতি ওমর ফারুককে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে বলে আওয়ার ইসলামকে জানান মুফতি নাসির উদ্দীন খান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ