বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআন কে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে : ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

শাহনূর শাহীন-এর তিনটি ঈদের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘরে ফেরার আনন্দ
 
বাঁশির হুইসেলে সম্বিত এলো
লঞ্চগুলো সারি সারি
ছোটন টোটনরা দল বেঁধেছে
যাবে সে গ্রামের বাড়ি।
 
ভীর ঠেলে যায় শ্রান্ত শরীরে
ঘাম ঝড়ে গায় বেয়ে
ঘর্মে শরীর ভিজে একাকার
ক্লান্তি এসেছে নেয়ে।
 
অবসাদ ভুলে লঞ্চসিড়িতে
কোনো মতে রাখে পা
সময় গতিতে স্রোতের সাথে
নাড়ীর টানে মিছে তা।
 
পথে পথে গায় নির্মল হাওয়া
প্রকৃতির কাছে টানে
শহুরে যান্ত্রিক যন্ত্রণা ভুলে
হৃদয়ে প্রশান্তি আনে।
 
ক্লান্ত ভ্রমণ পথ পাড়ি দিয়ে
ক্লান্তি থাকে নারে আর
ঘরে ফেরার এ সুখময় স্মৃতি
আসে ফিরে বারেবার।

ঈদের সানাই

ঈদের সানাই উঠলো বেজে
রমযানের ঐ রোযার শেষে
খুশির খবর যায় শুনিয়ে
চাঁদের বুড়ি মিষ্টি হেসে।

খোকা বলে আসবে বাবা
নতুন জামা জুতো নিয়ে
কোলাকুলি করবে সবে
নতুন জামা গায় জড়িয়ে।

খালেদ রুমি নকীব সবে
দল বেঁধে যায় ঈদগাহেতে
ঈদ এলো তাই ওরা সবে
আনন্দেতে উঠলো মেতে।

ত্যাগ বিয়োগের সিয়াম শেষে
খোদার রহম ঝড়ে পড়ে
ঈদ এলে তাই আনন্দ হয়
সব মুমিনের ঘরে ঘরে।

সমতার বন্ধন

ঈদ মানে একতা সমতার বন্ধন
ঈদ মানে উৎসব ভুলে ব্যথা ক্রন্দন।
ঘুরে ঘুরে দেখো সারা পৃথিবী জুড়ে
সোহার্দ বিরাজিত সবার অন্তপুরে।

বিভেদ ভুলে সবে ঈদগাহে এসেছে
চেয়ে দ্যাখো সবে এক কাতারেই নেমেছে।
ছোট কিবা বড় হোক কিবা গরীব ধনী
ডাকে এক প্রভুকেই গায় সবে সাম্যধ্বনি।

সবে এক সত্ত্বার গুনগান গেয়ে যায়
আল্লাহর রহমত বারিধারা নেমে যায়।
মহামিলনের এই দিন ঘুরে আসে বছরে
উৎসব হয় ঈদে মুমিনের ঘরে ঘরে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ