রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭


সৌদির অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার যোগ দেয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত ‘আরব ইসলামিক আমেরিকান (এইএ) শীর্ষ সম্মেলনে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যে।

সোমবার রাজধানীর পূর্বাণী হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, কয়েক দিনে নিশ্চিয়ই লক্ষ্য করেছেন- সৌদি আরবে একটা বড় সম্মেলন হচ্ছে। মজার ব্যাপার এই সম্মেলনে উপস্থিত হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। যাতে প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সম্পর্কে মন্তব্য করতে চাই না। কিন্তু পৃথিবীর সব মানুষই জানেন তিনি কী করছেন এবং কী কথা বলেছেন। আমাদের দুর্ভাগ্য সেখানে ট্রাম্প প্রায় সভাপতিত্ব করছেন বলা যায়। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীও গেছেন।

সৌদি-আমেরিকা অস্ত্র চুক্তির সমালোচনা করে তিনি বলেন, আমেরিকা থেকে সৌদি আরব প্রায় সাড়ে ৭শ’ মিলিয়নের অস্ত্র কিনবে। এক আধ বিলিয়ন নয়, আজ পর্যন্ত যতগুলো ডিল হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ডিল হচ্ছে এটা।

সৌদি সফর শেষে ইসরাইলে ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ