সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

আইন মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে বলেছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মোবাইল কোর্ট আইন নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে রবিবার (২১ মে) এমন মন্তব্য করা হয়।

শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ আগামী ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আপাতত ভ্রাম্যমাণ আদালত চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপনের পর সর্বোচ্চ আদালত বলেন, 'দরখাস্তে কি দেখাতে চেয়েছেন?' জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, 'মোবাইল কোর্ট চারদিন বন্ধ ছিলো। এর মধ্যে দিনাজপুরে ৩৭টি বাল্যবিয়ে হয়েছে'।

তখন আদালত বলেন, ‘আপনি কি প্যারালাল কোর্ট চান?' এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, 'না। ইমিডিয়েটলি ইফেক্টের জন্য। কোনো অপরাধের তাৎক্ষণিক ব্যবস্থার জন্য এটি'। তখন আদালত বলেন, 'মোবাইল কোর্ট করে শাস্তি দেবেন। আবার তার বিচার করবেন। এটা কোন বিধানে করবেন?' জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, 'পুরো মামলাটির শুনানি গ্রহণ করেন'।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ : হাইকোর্ট

তখন আদালত বলেন, 'আমরা প্রকাশ্যে আদালতে অনেক কিছু বলি। এটার অনেক অপব্যাখ্যা হচ্ছে। বিচার বিভাগ সরকারের বিপক্ষে নয়। বিচার বিভাগ সব সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে রায় দেন। আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে। এটা আপনি সরকারকে জানাবেন সমাধানের জন্য'।

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, 'এভাবে বললে হবে? এটার কি সলভ (সমাধান) হবে? এগুলো বললে সংবাদপত্রে বড় বড় অক্ষরে হেডলাইন হবে। তাহলে কিভাবে সমাধান হবে?' আদালত বলেন, 'আপনাকে জানিয়ে দিলাম সমাধান করার জন্য'। তখন অ্যাটর্নি জেনারেল বলেন, 'সল্যুশন তো হচ্ছে না'।

ভ্রাম্যমান আদালত অবৈধ ঘোষনা করে হাইহকোর্টের দেয়া রায় স্থগিত

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ