রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জুলাই শহীদদের অপমানের প্রতিবাদে ঢাবিতে ফজলুর কুশপুত্তলিকা দাহ শ্বশুরের সৎ মায়ের সঙ্গে কি দেখা দেওয়া জায়েজ?  জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার সোমবার ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি লাগামহীন বক্তব্য, ফজলুর রহমানকে কড়া ভাষায় শোকজ বিএনপির সংস্কার ছাড়া নির্বাচন মানে আ.লীগের সময়কার নির্বাচন: ডা. তাহের আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযানের সংবাদ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ সকাল সাড়ে নয়টায়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত সংখ্যক পুলিশ খালেদার কার্যালয়ে প্রবেশ করে এ তল্লাশি শুরু করে।

রাষ্ট্রবিরোধী কোনও কর্ম কাণ্ড কিংবা কোনও ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখা হচ্ছে এই তল্লাশিতে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন: মওদুদ আহমদ

আবু বকর সিদ্দিক জানান, আদালতের একটি সার্চ  ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন তারা

বিএনপির সহ দপ্তরর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা আমরা জানি না। '

শায়রুল কবির খান বলেন, 'আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন। '

কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে যেতে দিচ্ছে না।

তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ