রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

আজ এফবিসিসিআইয়ের নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৯ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাবেক সাংসদ আলী আশরাফ।

যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় উপস্থিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী দুবছর মেয়াদের জন্য প্রার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। ইতোমধ্যে সকল প্রচারণা শেষ করেছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। তবে প্রার্থীদের বিরাট একটি অংশ তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় এবং অনেক প্রভাবশালীরা নির্বাচনে অংশ না নেওয়ায়  অনেকটা উৎসবহীনভাবেই হচ্ছে এবারের নির্বাচন।

অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত এই নির্বাচনে তেমন আমেজ না থাকলেও কারচুপির আশঙ্কা করছে নির্বাচনে অংশগ্রহণকারী একটি অংশ। নির্বাচনে ফল কারচুপি এবং অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।

ব্যবসায়ী ঐক্য ফোরামের অন্যতম সমন্বয়কারী সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, চাপ সৃষ্টি করে অথবা প্রলোভন দেখিয়ে প্রার্থীদের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। নির্বাচনে গণতন্ত্র হরণের কারণে সকলের মধ্যে ক্ষোভ রয়েছে। শুধুমাত্র ভোটাধিকার রক্ষার চেষ্টায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বলেও জানান এই নেতা।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী নেতা বলেন, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনরত সাবেক সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের পুত্র মুনতাকিম আশরাফও এ নির্বাচনে অন্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার প্রচারণায় পিতার ছবি ব্যবহার করছেন বলে অভিযোগ এই ব্যবসায়ীর। তার মতে, এতে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপে পরিচালক হিসেবে প্রার্থী হয়েছেন মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৮ জন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক ঐক্য ফোরামের পরিচালক প্রার্থী ইসহাকুল হোসেন সুইটের নেতৃত্বে ১৭ জন। আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।

উল্লেখ্য, নির্বাচনে আগামী দুই বছরের জন্য এফবিসিসিআইয়ে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে উভয় গ্রুপ থেকে ১২ জন করে ২৪ জন মনোনীত পরিচালক হয়েছেন, যাদের নির্বাচনে নামতে হবে না। বাকি ৩৬ জনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সম্প্রতি চেম্বার গ্রুপের ১৮ জন বাদে বাকি প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচন হবে মোট ১৮টি পদের জন্য।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ