মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

এবার কাশিয়ানীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী অন্তসত্ত্বা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মাত্র ৪র্থ শ্রেণির ছাত্রী গর্ভবতি হওয়ার খবর পাওয়া গেল। যা নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে তোলপাড়।

চতুর্থ শ্রেণির ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। চাচাতো ভাই সাঈদ শেখের (২২) বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনা জানাজানির পর এলাকার প্রভাবশালীদের ভয়ে দু’পরিবারের লোকজন ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে বলেও জানা গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) প্রতিবেশী মৃত নুর ইসলাম শেখের ছেলে সাঈদ শেখ (২২) কয়েক মাস আগে ধর্ষণ করে।

ওই স্কুলছাত্রী লজ্জায় বিষয়টি পরিবারের কাউকে বলেনি। পরে ওই শিশুর দৈহিক গঠনের পরিবর্তন দেখে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।  চিকিৎসক জানায় শিশুটি অন্তঃসত্ত্বা।

ওই শিশুর বড় বোন চন্দা (ছদ্মনাম) অভিযোগ করে বলেন, ‘আমার বোনের সর্বনাশ করেছে সাঈদ। আমি তার উপযুক্ত বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত সাঈদ শেখ ও তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।

৫০ হাজার যাত্রীর সঙ্গে সেলফি তুলে গিনেস বুকে ট্যাক্সিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ