শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

ইসলামে জঙ্গি ও সন্ত্রাসের কোন স্থান নেই: ড. মোহাম্মদ আহসান উল্যাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জঙ্গি ও সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলামে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যেসকল বিধান দেয়া হয়েছে অন্য কোন ধর্মে এ ধরনের নিরাপত্তা দেয়া হয়নি। গতকাল বুধবার শরীয়তপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামি আররি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্যাহ এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে জেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  ড. মোহাম্মদ আহসান উল্যাহ আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিকায়ন করেছেন। পর্যাক্রমে শিক্ষকদের সকল দাবীই পুরণ করা হবে। তার আগে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান দিতে হবে, শিক্ষার্থীদের ক্লাশমুখী করতে হবে।

শরীয়তপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি মাওলানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরির্দশক ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ। মাওলানা জিয়া উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাসেমী, প্রচার সম্পাদক মাওলানা কামরুজ্জামান ও চরকুমারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন উদ্দিন।

[কওমি স্বীকৃতি নিয়ে কী ভাবছেন আলিয়ার ছাত্র-শিক্ষক]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ